নিউরন স্পোর্টিং ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ জাক জমক ভাবে অনুষ্ঠিত।
নিউরন স্পোর্টিং ক্লাব কর্তৃক ২য় বারের মত আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ জাক জমক ভাবে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নিউরন স্পোর্টিং ক্লাব সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ ইমন, সার্বিক সহায়তায় ছিলেন মো: হাসান মুরাদ, মো: ইমরান, আবদুল্লাহ আল শাহেদ।
জমকালো উদ্ভোদনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে টুর্নামেন্টের উদ্ভোদন ঘোষনা করেন মো:আব্দুল করিম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে পানওয়ালা পাড়া সমাজ কল্যাণ পরিষদের ২০২৫-২৭সেবা বর্ষ এর নবনিযুক্ত তিন সর্দ্দার জনাব আলহাজ্ব মোহাম্মদ শফিউল্লাহ, শেখ মনির আহমেদ, মোহাম্মদ জাফর নিউরন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উদ্ভোদনী খেলায় এ এইচ কনকিউরস্, অল স্টার ফাইলটারস্ কে ৮ উইকেটে পরাজিত করে টুর্নামেন্ট এর আসর শুরু করেন।
উদ্ভোদনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন ফিরোজ আহম্মেদ,ওয়াহিদ হালিম ইমন,মোঃ সোহেল আজিম , জাফর সাদেক সুমন, রাহাত উল্লাহ ও পানওয়ালা পাড়া এলাকার গন্যমান্য মুরুব্বিগণ।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন-আমির সোহেল (দপ্তর সম্পাদক)।
টুর্নামেন্ট আয়োজনে সর্বাত্মক সহযোগিতায় যারা ছিলেন- মহসিন,ওমর,ওসমান তারেক, সাজু,আজাদ,সৌরভ,শিপন,দিপু,রাজি, কায়েস,ওসমান,তাসবি, সাহেদ,আমিন, শহিদুল ইসলাম, গোলাপ,ইফাত।
Do Follow: greenbanglaonline24