ইসরা এবং মি’রাজের অলৌকিকতা শীর্ষক সেমিনার এবং সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ (রা)-র ফাতেহা শরিফ।
“দ্যা ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আযহার গ্র্যাজুয়েটস” বাংলাদেশ শাখা’র উদ্যোগে গতকাল ২৯ জানুয়ারি বুধবার সন্ধ্যা ০৭ টায় মিজানুছ ছালাম ইসলামিক একাডেমি হল রুমে “ইসরা এবং মি’রাজের অলৌকিকতা শীর্ষক সেমিনার এবং সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ (রা)-র ফাতেহা শরিফ” উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন দ্যা ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আযহার গ্র্যাজুয়েটস বাংলাদেশ শাখা ও পিএইচপি ফ্যামিলির মান্যবর চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব সিরাজুল মোস্তফা সাহেব। মাওলানা ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম আযহারীর সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন সদ্য আল আযহার গ্র্যাজুয়েটস মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম আল আযহারী। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহী ওয়াসাল্লাম পরিবেশন করেন মাওলানা মুহাম্মাদ মিশকাতুল মুনাওয়ার। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন, অর্গানাইজেশন ও সেমিনারের সম্মানিত সভাপতি আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন, মাওলানা সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দীন আল আযহারী, মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ আল আযহারী, মাওলানা আবু আহমাদ আল আযহারী, মাওলানা সৈয়দ মোহাম্মদ মাসুম কামাল আল আযহারী, ডক্টর মোহাম্মদ ফখ্রুল ইসলাম আল কাদেরি, মাওলানা মহাম্মোদ আব্দুল খালেক আযহারী সহ প্রমুখ। সেমিনারে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাক্তিবর্গ, আইম্মায়ে কেরাম, সুফি মিজান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
Do Follow: greenbanglaonline24