চকরিয়ায় পাঁচ ভাইকে নিহতের ঘটনায় এক ট্রাক চালককে আটক করা হয়েছে
কক্সবাজারের চকরিয়ায় ট্রাকচাপায় পাঁচ ভাই নিহতের ট্রাকের চালককে আটক করেছে র্যাব।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে ট্রাক চালককে আটক করা হয় বলে জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা।
র্যাব জানায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ট্রাক চালক সহিদুল ইসলাম ওরফে সাইফুলকে আটক করা হয়।
শনিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব ।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় একটি ট্রাক উল্টে ঘটনাস্থলেই পাঁচ শিশু নিহত হয়। এ সময় সুরেশ চন্দ্রের আরও দুই ছেলে ও এক মেয়ে আহত হয়। আহতদের মধ্যে রক্তিম শীল চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে আছেন। নিহতের বোন হীরা শীল মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার একটি পা কেটে ফেলা হয়েছে।
সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় বেঁচে যান সাংবাদিক খগেশ চন্দ্রের স্ত্রী মুন্নি শীল, নিহতের ছোট বোন। তিনি দাবি করেন, ট্রাকটি পুনরায় এসে চাপা না দিলে পরিবারের এমন বিপর্যয় ঘটত না।