দেশজুড়ে

১০ দিন হয়ে গেল এখনো মেলেনি শিশু আরাফের খোঁজ

ফেনীর দাগনভূঞায়, চার বছরের শিশু আজিমুল ইসলাম আরাফ নিখোঁজের ১০ দিন পরও তার কোনও খোঁজ মেলেনি। শিশুটিকে না পেয়ে চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন স্বজনরা। নিখোঁজ শিশু আরাফ উপজেলার করমূল্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিবি আয়েশা এবং নেসলে মার্কেটিং অফিসার গাজী মোহাম্মদ কাউসারের ছোট সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার (৪ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় দাগনভূঞায় ইয়াকুবপুর ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকার আরাফ স্কুলে খেলছিল। কিছুক্ষণ পর তাকে সেখানে পাওয়া যায়নি। এরপর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হলেও এখনও শিশুটির কোনও খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ শিশু আরাফের বাবা গাজী মোহাম্মদ কাউসার জানান, নিখোঁজের দিন আরাফ তার মায়ের সাথে স্কুলে যায়। সেদিন স্কুল প্রাঙ্গণে অন্যান্য শিশুদের সাথে খেলছিল। সেই সময় তার মা স্কুলে বই বিতরণসহ বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে আরাফ অদৃশ্য হয়ে গেলেন। তারপর থেকে আমরা তাকে খুঁজে পাচ্ছি না। তাকে না পেয়ে আমরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) মো. সাইফুল ইসলাম আমাদেরকে জানান, যেখান থেকে শিশুটি নিখোঁজ হয়েছে, সেখানকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং তার স্বজনদের সাথে কথা বলে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।