৬৬ আন্তর্জাতিক সংগঠন থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার
জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থাসহ ৬৬টি আন্তর্জাতিক সংগঠন থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) জারি করা ওই নির্বাহী আদেশে বলা হয়, এসব সংস্থার কার্যক্রম যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের পরিপন্থী। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, পর্যালোচনায় দেখা গেছে—অনেক সংস্থা লক্ষ্যহীন, অব্যবস্থাপনায় ভরা এবং বিশেষ মতাদর্শ বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে।
রুবিও বলেন, মার্কিন জনগণের করের অর্থ এমন প্রতিষ্ঠানে ব্যয় করা হবে না, যেখান থেকে যুক্তরাষ্ট্রের কোনো লাভ নেই। তবে যেসব সংস্থা জনগণের স্বার্থ রক্ষা করবে, সেগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে। হোয়াইট হাউজ প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রত্যাহার করা সংস্থাগুলোর মধ্যে ৩১টি জাতিসংঘ সংশ্লিষ্ট এবং ৩৫টি অন্যান্য আন্তর্জাতিক সংস্থা রয়েছে। আরও কয়েকটি সংস্থার কার্যক্রম বর্তমানে পর্যালোচনার আওতায় রয়েছে।

