হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
হবিগঞ্জের নবীগঞ্জে আধিপত্য বিস্তার ও জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার মান্দারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, গ্রামের আব্দুল হাই ও সামুর সাথে মুহিত মিয়ার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর ফলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা ধরে সংঘর্ষ চলে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

