আন্তর্জাতিক

গ্রিসে উদ্ধার হওয়া অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশি

দক্ষিণ গ্রিসের গাভডোস দ্বীপের কাছে সমুদ্র থেকে উদ্ধার হওয়া ৫৩৯ জন অভিবাসীর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। স্থানীয় উপকূলরক্ষী সূত্রের মতে, উদ্ধার হওয়াদের মধ্যে ৪৩৭ জন বাংলাদেশি নাগরিক। স্থানীয় সময় গত শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে আগিয়া গ্যালিনির দক্ষিণে সমুদ্রে একটি মাছ ধরার নৌকা থেকে অভিবাসীদের উদ্ধার করা হয়।
বাংলাদেশিদের পাশাপাশি উদ্ধার হওয়াদের মধ্যে পাকিস্তানি ও ভারতীয় নাগরিকও রয়েছেন। পরে তাদের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়। গ্রীক কর্তৃপক্ষ দাবি করেছে যে, উদ্ধার হওয়া বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান এবং মিশরের নাগরিক। তাদের বর্তমানে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হচ্ছে। এর আগে, গ্রীক প্রশাসন গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) একই এলাকার দুটি নৌকা থেকে ৫ জন নারীসহ ৬৫ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করে।