ঝিনাইদহে দুই সন্তানের মাকে হত্যার চেষ্টা
কালীগঞ্জে দুই সন্তানের জননীকে গলাকেটে হত্যাচেষ্টা, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অভিযোগ গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহরের আড়পাড়া এলাকার নদীপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মাদকাসক্তির কারণে দুই সপ্তাহ আগে কুলসুম হানিফ আলীকে তালাক দেয়। সে পাশের বাড়িতে কাজ করত। তার আয় দিয়ে সংসার চালাত। মাদকের টাকা না পেলে তার প্রাক্তন স্বামী প্রায়ই কুলসুমকে মারধর করত। অন্য কোনও উপায় না পেয়ে কুলসুম হানিফ আলীকে তালাক দেয়।
তারা আরও জানিয়েছে, কুলসুম তার দুই মেয়েকে নিয়ে আড়পাড়ার নদীপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত। গতকাল দুপুরে হানিফ সেখানে এসে ধারালো ক্ষুর দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কালীগঞ্জ থানার ওসি জেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাদকাসক্ত হানিফকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

