জাতীয়

বন্ধ হচ্ছে লঞ্চ চলাচলও

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর পর এবার লঞ্চ চলাচলও বন্ধ রাখা হচ্ছে। জ্বালানি তেলের সঙ্গে ভাড়া সমন্বয় করতে শুক্রবার থেকে বাস-ট্রাক চলাচল বন্ধ থাকলেও দুদিন লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। এবার তাও বন্ধ হতে চলেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক মো. হুমায়ুন গণমাধ্যমকে বলেন, শনিবার সকালে সদরঘাট থেকে ৩০টি লঞ্চ ছেড়ে যায়। আরো ৩৫টি লঞ্চ প্লাটুনে ছিল। কিন্তু বিকেলে প্লাটুন থেকে লঞ্চগুলো সরিয়ে নেওয়া হয়।

রিয়াদ-৪ লঞ্চের মালিক মামুনুর রশিদ বলেন, ভাড়া না বাড়িয়ে লঞ্চ চালু করা সম্ভব নয়। তাই সব মালিকরা লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটি মালিক সমিতির সিদ্ধান্ত নয় বলে জানান তিনি। মালিক সমিতির পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন