সেন্ট মার্টিন যাওয়ার পথে নাফ নদীতে ৪৫ জন যাত্রী আটকা পড়েছে
কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফ নদীর মোহনায় আটকা পড়েছে। ট্রলারটিতে ৪০-৪৫ জন যাত্রী ছিলেন। তবে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মিয়ানমার সীমান্তবর্তী শাহপরীর দ্বীপের কাছে নাইক্ষংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘টেকনাফ থেকে সেন্ট মার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফের মোহনায় চরে আটকা পড়েছে। খবর পেয়ে কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করেছে। ট্রলারে ৪০-৪৫ জন যাত্রী ছিলেন।’ ইউএনও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে যে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেছে।’ তবে সকল যাত্রী নিরাপদে আছেন।’
টেকনাফ-সেন্ট মার্টিন রুট সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, “আমাদের একটি নৌকা বিকেলে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। শাহপরীর দ্বীপের কাছে পৌঁছানোর পর ইঞ্জিন বিকল হয়ে যায় এবং নৌকাটি আটকে যায়। কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।
টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের ইজারাদার মো. হোসেন বলেন, ‘ইয়াসিন মাঝির সার্ভিস বোট যাত্রী নিয়ে টেকনাফ থেকে রওনা হয়। নৌকাটি নাফ নদীর মোহনায় আটকে যায়।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি নাফ নদীর মোহনায় চর জেগে ওঠার ফলে এই রুটে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।’

