জাতীয়

কর্মসংস্থান তৈরিতে বাংলাদেশ বিপরীত দিকে এগোচ্ছে: ড. হোসেন জিল্লুর রহমান

কর্মসংস্থান তৈরিতে বাংলাদেশ বিপরীত দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি আরও উল্লেখ করেন যে, শ্রমবাজারে নারী ও যুবসমাজের অংশগ্রহণ উদ্বেগজনক হারে হ্রাস পাচ্ছে। আজ রবিবার (৩০ নভেম্বর) সকালে গবেষণা সংস্থা র্যাপিডের এক সেমিনারে প্রাক্তন উপদেষ্টা এই কথা বলেন।
দেশে কম উৎপাদনশীল খাতে বিনিয়োগ বেশি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত দুই দশকে কাগজে-কলমে উৎপাদন প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেলেও, কর্মসংস্থান ১.৪ মিলিয়ন কমেছে। ৪৫ শতাংশ শ্রমিক কৃষি খাতে কাজ করলেও, মোট দেশীয় উৎপাদনের মাত্র ১১ শতাংশ এই খাত থেকে আসে। এছাড়াও, দেশের বৃহত্তম রপ্তানি খাত পোশাক খাতে শ্রমিকের সংখ্যা প্রায় ৪০ লক্ষে স্থিতিশীল রয়ে গেছে।
অন্যদিকে, গবেষকরা বলেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সস্তা শ্রম টেকসই হবে না। তাই শিক্ষিত যুবসমাজ এবং নারীবান্ধব চাকরির বাজারের উপর জোর দিতে হবে। দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে হবে। এর পাশাপাশি কৃষির জন্য একটি পৃথক পরিকল্পনা করতে হবে।