দ্বীন ও সুন্নিয়তের প্রচারে আজীবন উৎসর্গীত ছিলেন আল্লামা জালাল উদ্দিন আল-কাদেরী (রহ.): সুফি মিজান
চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের উদ্যোগে খতিবে বাঙাল অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন আলকাদেরী (রহ.) এর ৯ম ওফাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা এবং মাসিক শানে মোস্তফা (দ.) মাহফিল ২৭ নভেম্বর বৃহস্পতিবার জমিয়তুল ফালাহ মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। আল্লামা জালাল উদ্দিন আলকাদেরী (রহ.) ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, দ্বীনি জ্ঞানে অসাধারণ পাণ্ডিত্য ও মোহনীয় বাগ্মিতা শক্তির অধিকারী ছিলেন আল্লামা জালাল উদ্দিন আলকাদেরী (রহ.)। তাঁর বিনয়, শিশুসুলভ সারল্য, দ্বীন ও সুন্নিয়ত প্রচারে নিষ্ঠা বিশেষ দৃষ্টান্ত হয়ে আছে। দ্বীন সুন্নিয়ত তরিকতের প্রচারে এবং দ্বীনি শিক্ষা বিস্তারে আজীবন উৎসর্গীত ছিলেন তিনি। বর্তমান ক্রান্তিকালে তাঁর মতো ব্যক্তিত্বের শূন্যতা আমরা উপলব্ধি করছি।
পর্ষদের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মুহাম্মদ খোরশেদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং ড. জাফর উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় অতিথি ও আলোচক ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, পিএইচপি ফ্যামিলির ডাইরেক্টর আলহাজ্ব মুহাম্মদ আলী হোসেন সোহাগ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, জামেয়ার বর্তমান অধ্যক্ষ আল্লামা হাফেজ কাযী আবদুল আলিম রিজভি, নুমাইর মিজান আমির, জমিয়তুল ফালাহর খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, এম এ হামিদ এফসিএ, অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভি, আল্লামা শাহ নুর মুহাম্মদ আলকাদেরী, মাওলানা ইউনুছ তৈয়বী, মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ সিরাজুল মুস্তফা, প্রফেসর কামাল উদ্দিন আহমদ, আব্দুল হাই মাসুম, দিলশাদ আহমদ, জাফর আহমদ সওদাগর, মুহাম্মদ মাঈনুদ্দিন মিঠু , হাফেজ মাওলানা আহমদুল হক, হাফেজ মাওলানা কাযী জালাল উদ্দিন, শাহজাদা আবু সাঈদ মুহাম্মদ হামেদ, মোহাম্মদ আবুল মনসুর সিকদার, মাহাবুবুল আলম, হাফেজ ছালামত উল্লাহ প্রমুখ।
মিলাদ কিয়াম শেষে দেশ, জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ এবং বিশ্বের মজলুম মানবতার পরিত্রাণ কামনায় মুনাজাত করা হয়।

