আগামী শনিবার জমিয়াতুল ফালাহ মসজিদ প্লাজায় আন্তর্জাতিক কেরাত
সম্মেলনআগামী ২৯ নভেম্বর, শনিবার ঐতিহাসিক আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক খ্যাতিমান ক্বারিগণ পবিত্র কোরআন থেকে মনোমুগ্ধকর কণ্ঠে তেলওয়াত করবেন। আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ এই মাহফিলের আয়োজন করছে।
এ বছর শাইখ আহমদ আলজাওহারী-মিসর, কারী গোলাম নেযহাদ-ইরান, কারী আনোয়ারুল হাসান শাহ কাদেরী- পাকিস্তান, কারী নাযীর আসগার-ফিলিপাইন তেলওয়াত করবেন।
পর্ষদের চেয়ারম্যান সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত শীর্ষস্থানীয় শিল্পপতি আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান বিখ্যাত ক্বারিদের কন্ঠে পবিত্র কোরআন শরীফের মনমুগ্ধকর তেলোয়াত শুনার জন্য সকলকে আহবান জানিয়েছেন। বিকাল তিনটা থেকে শুরু হয়ে মাহফিল রাত পযন্ত চলবে।

