আমাদের চট্টগ্রাম

আগামী ২৭ নভেম্বর বৃহস্পতিবার জমিয়তুল ফালায় খতিবে বাঙ্গাল আাল্লামা জালাল উদ্দিন আল-কাদেরি (রাহ.)স্বরণে মাহফিল

জমিয়তুল ফালাহ মসজিদের সাবেক খতিব, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল খতিবে বাঙ্গাল আল্লামা মোহাম্মদ জালাল উদ্দিন আল-কাদেরি (রাহ.) এর নবম ওফাত বার্ষিকী স্বরণে মাহফিল আগামী ২৭ নভেম্বর বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

আজ এর জন্য একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় আলহাজ খুরশেদুর রহমান-এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী প্রফেসর কামাল উদ্দীন আহমদ এর উপস্থাপনায় উপস্থিত ছিলেন ড. জাফর উল্লাহ, আব্দুল হাই মাসুম, আলহাজ দিলশাদ আহমেদ, মাইনুদ্দিন মিঠু, হাফেজ সালামত উল্লাহ, খুরশেদ আলী চৌধুরী, মনসুর সিকদার, মাহাবুবুল আলম, হাফেজ আহমদুল হক, শাহাবুদ্দিন, জহির উদ্দিন প্রমুখ।

শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ ও আল্লামা জালাল উদ্দিন ফাউন্ডেশন-এর আয়োজনে মাদ্রাসাসমূহের সম্মানিত অধ্যক্ষবৃন্দ, মসজিদের খতীব, আলেম ওলামা,বুদ্ধিজীবী, ঈমানদার মুসলমান, সর্বস্তরের মুসল্লীবৃন্দ উপস্থিত থাকবেন।

উক্ত অনুষ্ঠানে সবান্ধব অংশ গ্রহণ করার জন্য শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সবাইকে উপস্থিত থাকার জন্য অহবান জানিয়েছেন। বাদ ইশা মিলাদ-কিয়াম, মুনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হবে।