বিনোদন

স্ত্রীর মামলায় গ্রেফতারের আশঙ্কা করছেন হিরো আলম

কন্টেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তার স্ত্রী রিয়া মনিরের দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে। বাদির আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (১২ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম ওয়াহিদুজ্জামানের আদালত গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।
এই প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি এখন ৩০০ ফুট জায়গায় শুটিং করছি। যে মামলায় সমঝোতা হয়েছে, সেই মামলায় আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমি কী বলব! আমার আইনজীবীর কাছে সব কাগজপত্র আছে। আমি আজ আদালতে যেতে পারছি না, আগামীকাল যাব। আইনের ভাষায় আমাকে আইনের জবাব দিতে হবে।’
বাদির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘অভিযুক্তরা জামিনের শর্ত লঙ্ঘন করেছেন। তারা আদালতে সঠিকভাবে হাজির হচ্ছেন না। এজন্যই আমরা তাদের জামিন বাতিলের আবেদন করছি। শুনানি শেষে তারা তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
অভিযোগে বলা হয়েছে, হিরো আলম এবং বাদী রিয়া মনির মধ্যে মতবিরোধ দেখা দিলে হিরো আলম বাদীকে তালাক দেন এবং তাকে বাড়ি থেকে বের করে দেন। এমনকি বাদীর দেড় ভরি ওজনের সোনার চেইনটিও রেখে যান। এই ঘটনায় রিয়া মনি ২৩ জুন হাতিরঝিল থানায় মামলা করেন।