• বাংলা
  • English
  • জাতীয়

    ইউআইটিএস ক্যাম্পাস খুলছে ১০ অক্টোবর

    ইউনভাসির্টি অব ইনফরমশেন টেকেনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইআইএস)-এর ঢাকার বারিধারাস্থ নিজস্ব ক্যাম্পাস খুলছে আগামী ১০ অক্টোবর, ২০২১ইং। সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিদের্শমতে বিশ্বস্বাস্থ্য সংস্থার নিয়মানুযায়ী স্বাস্থ্য সুরক্ষার সকল বিধিনিষেধ অনুসরণ করে আগামী ১০ অক্টোবর, ২০২১ইং বিশ্ববিদ্যালয়রে সকল শিক্ষা কায্যক্রম বিশ্ববিদ্যিালয় ক্যাম্পাসে পালনের সিদ্ধান্ত গ্রহণ করছে ইউআইটিএস কর্তৃপক্ষ। গতকাল ৫ অক্টোবর, ২০২১ইং অনুষ্ঠিত বিশ্বিবদ্যিালয়ের ২৬তম সিন্ডিকিটের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের  প্রতিবেদন অনুযায়ী এ র্পযন্ত প্রায় ৯৫ ভাগ ছাত্র-শিক্ষক-র্কমর্কতা-র্কমচারী ২ ডোজ, ১ ডোজ টিকা অথবা টিকার জন্য নিবন্ধন করেছেন। ইউআইটিএস ক্যাম্পাসে শিক্ষা র্কাযক্রম পরিচলনার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়ছে।

    বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও র্কমর্কতা-র্কমচারীকে সরাসরি নিজ ক্যাম্পাসে এসে শিক্ষার্কায্যক্রমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়।

    মন্তব্য করুন