স্বামীর সাথে ঝগড়ার পর গৃহবধূর আত্মহত্যা
রাজধানীর বনানী এলাকায় পারিবারিক কলহের জের ধরে মোনালিসা মুন্নি (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের দাবি। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) রাত ১২টার দিকে বনানীর নিয়াজউদ্দিন এলাকার একটি টিনশেড ঘরে এই ঘটনা ঘটে।
অজ্ঞান অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত মোনালিসা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর কাশিয়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে। সে তার স্বামী রানার সাথে বনানীর একটি ভাড়া টিনশেড বাড়িতে থাকত।
মোনালিসার স্বামী রানা বলেন, পারিবারিক বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। এক পর্যায়ে মোনালিসা রেগে গিয়ে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অনেকবার ডাকাডাকি করার পর, আমি দরজা ভেঙে দেখি তাকে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক আমাদেরকে বলেন, “ডাক্তারের কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে যে মোনালিসা ঘটনাস্থলেই মারা গেছেন। লাশ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি বনানী থানায় জানানো হয়েছে।”

