দেশজুড়ে

রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার (৫ নভেম্বর) রাত ১২:১৫ মিনিটে রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডেন, কোয়েপাড়া গ্রামের চৌধুরী পাড়ায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন এবং স্থানীয় বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল। আহতরা সকলেই বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে গুলি বিনিময় হয়। ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া আমাদেরকে বলেন, “কয়েকদিন আগে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এর ফলে গতকাল রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।”