জাতীয়

জুলাই সনদ নিয়ে বিএনপি-জামায়াতের বিরোধ, সরকারের পদক্ষেপ কী?

জুলাই জাতীয় সনদ ও গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্য বিরোধ দেখা দিয়েছে। বিএনপি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট চায়, আর জামায়াত বলছে—গণভোট আগে হতে হবে। এনসিপিও আগে গণভোটের পক্ষে।
এই বিরোধ মেটাতে সরকারের পক্ষ থেকে পর্দার আড়ালে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে চারজন উপদেষ্টা বিএনপি ও জামায়াতের সঙ্গে আলোচনা করছেন। সূত্র জানায়, বিএনপিকে সংসদের উচ্চকক্ষ গঠনে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি মেনে নিতে এবং জামায়াতকে একই দিনে নির্বাচন ও গণভোটে রাজি করাতে বলা হয়েছে। তবে এখনো কোনো সমঝোতা হয়নি।
সরকার মনে করছে, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতি প্রয়োজন হবে। এজন্য লন্ডনে যোগাযোগের পরিকল্পনা রয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর বিরোধ না মেটালে সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন।
উল্লেখ্য, জুলাই সনদে মোট ৮৪টি প্রস্তাব রয়েছে, যার মধ্যে ৬১টিতে দলগুলোর ভিন্নমত আছে। এর মধ্যে ৯টি বাস্তবায়িত হবে নির্বাহী আদেশে, ২৭টি অধ্যাদেশের মাধ্যমে, আর সংবিধান সংশোধনের ৪৮টি প্রস্তাব বাস্তবায়িত হবে গণভোটে। সূত্র বলছে, সমঝোতা হলে “জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫” জারি হতে পারে।