দেশজুড়ে

কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৩ জন গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় তিন ডাকাতকে আটক করেছে গ্রামবাসীরা। গতকাল সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে যে, ডাকাত দলের ৮ জন সদস্য বেজপাড়া গ্রামের বজলুল করিমের বাড়িতে ডাকাতি করতে আসে। সেই সময় তার স্ত্রী ছাড়া বাড়িতে কেউ ছিল না। ৮ জনই মাদক অভিযান চালাচ্ছে বলে ঘরে প্রবেশ করে। এ সময় তারা ঘরের আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে ১৫-২০ ভরি সোনার অলংকার এবং প্রায় ২০ হাজার টাকা নিয়ে যায়।
স্থানীয়রা আরও জানায় যে, পরে মহিলার চিৎকারে গ্রামবাসীরা ডাকাতদের থামানোর চেষ্টা করতে ছুটে আসে। গ্রামের বিভিন্ন স্থানে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তিন সদস্যকে আটক করে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তিন ডাকাতকে থানায় নিয়ে আসে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।