বগুড়ায় মোটরসাইকেল প্রতিযোগিতায় দুই যুবকের মৃত্যু
বগুড়ায় মহাসড়কে মোটরসাইকেল দৌড়াতে গিয়ে দুই যুবক প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
গত রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বগুড়া সদর উপজেলার গোকুল খেলগড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার রাহবাল এলাকার জিহাদ সরকার ও আবিদ হোসেন। দুজনেরই বয়স প্রায় ১৮ বছর। তারা বগুড়া শহরের একটি বেসরকারি কলেজে পড়ত।
কুন্দেরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত ৯:৩০টার দিকে জিহাদ সরকার ও আবিদ হোসেন নামে দুই ছাত্র মহাসড়কে শিবগঞ্জের দিকে যাচ্ছিল। সেই সময় তারা তাদের চার বন্ধুর সাথে অন্য দুটি মোটরসাইকেলে বেপরোয়া গতিতে দৌড়াচ্ছিল। হঠাৎ জিহাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তার বন্ধুদের একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা খায়। জিহাদ ও আবিদ মোটরসাইকেল থেকে পড়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মহাসড়কে পড়ে অন্য মোটরসাইকেলে থাকা দুইজন আহত হন। পুলিশ জানিয়েছে, স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

