বাস দুর্ঘটনায় যুবক নিহত
সিরাজগঞ্জের কাজীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মেঘাই-সোনামুখী আঞ্চলিক সড়কের চালভাড়া শ্যামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা আঁখি পরিবহন নামের বাসটিতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম আমাদেরকে জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

