রাজনীতি

গোলাপগঞ্জে ১৭ বছর পর বিএনপির গণমিছিল, উজ্জীবিত তৃণমূল

সিলেটের গোলাপগঞ্জে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাজপথে গণমিছিল করেছে। গত শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। এ সময় গোটা পৌর শহর মিছিলের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময় প্রকাশ্যে রাজপথে কর্মসূচি তো দূরের কথা, কোনো রেস্টুরেন্টেও সভা করতে পারেনি বিএনপি। সীমিত আকারে দলীয় কার্যক্রম চালু ছিল নেতাদের বাসা-বাড়িতে। দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটিয়ে এদিনের মিছিলে অংশ নিয়ে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ওঠেন।
মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উন্নয়ন বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছে। সরকারি সম্পদ লুটপাট, অবকাঠামোগত অনিয়ম এবং বৈষম্যমূলক নীতির কারণে এ অঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, কৃষি ও কর্মসংস্থান সব ক্ষেত্রেই চরম অবহেলা করা হয়েছে।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বপ্রথম আধুনিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবায় আধুনিক সুবিধা এবং কর্মসংস্থানমুখী শিল্পায়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রবাসী নির্ভর অর্থনীতিকে শক্তিশালী করে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা হবে। স্থানীয় সম্পদ ও মানবসম্পদ কাজে লাগিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে একটি সম্ভাবনাময় অঞ্চলে পরিণত করা তার অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।
অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী আরও বলেন, বিএনপি জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন বঞ্চনার অধ্যায় থেকে বের হয়ে আসাই তাদের লক্ষ্য। তিনি ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে জনগণের মুক্তির সনদ হিসেবে উল্লেখ করে বলেন, এটি কেবল ক্ষমতার রূপরেখা নয়, বরং রাষ্ট্রের সার্বিক সংস্কার ও জনগণের মুক্তির অঙ্গীকার।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, জেলা বিএনপির সহমানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা এম সিরাজুল ইসলাম, মোহাম্মদ আব্দুল জলিল ছাবু, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রেকলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতারা।
পথসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল।