বাংলাদেশ

খুলনায় যুবদল নেতাকে জবাই করে হত্যা

খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় এক যুবদল নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। নিহত শামীম আহমেদ (৩৫) সাতক্ষীরার তালা উপজেলার উথলি গ্রামের আব্দুল গাফফারের ছেলে। তিনি ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি বেশ কয়েক বছর ধরে তার মা ও স্ত্রীর সাথে ১৮ মাইল বাজার এলাকায় থাকতেন। নিহতের স্ত্রী বৃষ্টি আক্তার দাবি করেছেন যে, সন্ধ্যার পর এজাজ ও শরিফুল ইসলাম নামে দুই যুবক বাড়িতে আসত। তারা প্রায়ই আসত। আমরা দ্বিতীয় তলায় থাকি। শামীমের সাথে থাকা দুই যুবক তৃতীয় তলায় ছিল। রাত ১১টার দিকে আমরা যখন খোঁজ নিতে যাই, তখন আমরা জবাই ও হত্যার এই দৃশ্য দেখতে পাই। ওই দুই যুবক তখন সেখানে ছিলেন না। ডুমুরিয়ার মাগুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইব্রাহিম হোসেন বলেন, এটি একটি হত্যাকাণ্ড। তার স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা দুইজনকে হেফাজতে নিয়েছি। বিষয়টির তদন্ত চলছে। তদন্তে হত্যার রহস্য উদঘাটন হবে। লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।