আন্তর্জাতিক

বাংলাদেশিদের ফেরত পাঠাতে হাসিনার সঙ্গে যৌথ উদ্যোগের ডাক ওয়াইসির

হায়দরাবাদের সাংসদ এবং এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বহিষ্কৃত বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক অনুষ্ঠানে ওয়াইসি বলেন, যদি কেন্দ্রীয় সরকার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারত থেকে বিতাড়িত করতে চায়, তাহলে তাদের বহিষ্কৃত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে কাজ শুরু করা উচিত। আন্দোলনের কারণে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর শেখ হাসিনা ভারতে চলে আসেন এবং তখন থেকে তিনি সেই দেশেই আছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক অনুষ্ঠানে ওয়াইসি নরেন্দ্র মোদির সরকারকে প্রশ্ন তোলেন, আমরা কেন হাসিনাকে এই দেশে আশ্রয় দিলাম? তিনিও একজন বাংলাদেশি! এআইএমআইএম নেতা অভিযোগ করেন যে মালদা এবং মুর্শিদাবাদ থেকে দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন রাজ্য থেকে জোর করে এনে বাংলাদেশ সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’-এ ছেড়ে দেওয়া হচ্ছে। মোদী সরকারের ‘বাংলাদেশিদের বহিষ্কারের নীতি’ নিয়ে প্রশ্ন তোলার সময় তিনি হাসিনার প্রসঙ্গটি তুলে ধরেন। প্রসঙ্গত, শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর গণহত্যাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা তাকে ফিরিয়ে আনার দাবিতে নয়াদিল্লিতে একটি চিঠিও পাঠিয়েছে। তবে ভারত এখনও পর্যন্ত এর কোনও জবাব দেয়নি।