বিবিধ

নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, শেরপুরে

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছোনকান্দা এলাকায় মৃগী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) ইউনিয়নের কুঠুরাকান্দা ৪৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে লেলুর ঘাট নামক স্থানে লাশটি পাওয়া গেছে। নিহত কিশোরের নাম আব্দুল জলিল (১৬)। সে এ বছর এসএসসি পাস করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। এর আগে, শনিবার দুপুর ১টার দিকে মৃগী নদীর ইলিশা ঘাটে বন্ধুদের সাথে গোসল করার সময় জলিল নিখোঁজ হয়। পরে শেরপুর ও জামালপুরের ফায়ার সার্ভিস কর্মীরা দিনভর চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। স্থানীয় সূত্র জানায়, দুপুরে মৃগী নদীর ইলিশা গ্রামে তিন বন্ধু একসাথে গোসল করতে গিয়েছিল। সেই সময় তাদের মধ্যে দুজন পানিতে ডুবে যেতে চেয়েছিল এবং আব্দুল জলিল তাদের দুজনকে একে একে উদ্ধার করে। তবে, সে নিজেই স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যায়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত এবং তার পরিবারের সাথে যোগাযোগ করছি।”