আরও ২০০ টন তরল অক্সিজেন সিরাজগঞ্জে পৌঁছেছে
চতুর্থ ধাপে আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন ভারত থেকে সিরাজগঞ্জে এসেছে।
রবিবার রাত ১ টা ৫ মিনিটে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম তীরের সৈয়দাবাদ স্টেশনে সরাসরি রেলপথে দশটি কন্টেইনারে তরল অক্সিজেন আনা হয়।
এখন পর্যন্ত ৮শ টন তরল অক্সিজেন এসেছে আমদানিকারক লিন্ডে বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম তীরের সায়দাবাদ স্টেশনের মাস্টার জানান, সোমবার সকাল ৮ টা থেকে অক্সিজেন খালাস করা হচ্ছে।
লিন্ডের আন্তর্জাতিক ব্যবস্থাপক সুফিয়া আক্তার ওয়াহাব বলেন, তরল অক্সিজেন মুমূর্ষু রোগীদের চিকিৎসায় জাতীয় ব্যবহারের জন্য সরাসরি ভারত থেকে রেলপথে আনা হচ্ছে। খালাসের পর লিন্ডের নিজস্ব যানবাহন করে হাইওয়ে দিয়ে নারায়ণগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে নিয়ে যাওয়া হবে।
চলমান করোনাভাইরাস মহামারীর কারণে দেশে চিকিৎসা ক্ষেত্রে অক্সিজেন সংকট রয়েছে। এই সমস্যা সমাধানের জন্য, ৩১ জুলাই, ভারত থেকে আমদানি করা তরল মেডিকেল অক্সিজেনের তৃতীয় চালান সিরাজগঞ্জে পৌঁছেছে। তার আগে আরো দুটি চালান আসে।