প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. এম শমশের আলী আশরাফী আমাদের মাঝে আর নেই
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রফেসর এমিরেটস ড. এম শমশের আলী আশরাফী ০২ আগস্ট ২০২৫ দিবাগত রাত ৩:৩০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আশরাফীয়া সিলসিলার একান্ত অনুরাগী- অনুসারীর মৃত্যুতে আঞ্জুমান এ আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব আলী হোসেন সোহাগ আশরাফী সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ সুরায়েত রহমান রক্তিম আশরাফী এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন বাংলাদেশের একজন আশেকে রাসূল স্বনামধন্য শিক্ষাবিদ ও আশরাফীয়া সিলসিলার আপনজনকে হারিয়ে পুরো জাতি শোকাহত।
মহান আল্লাহ পাক উনাকে মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী রাঃ এঁর উছিলায় তাঁকে জান্নাতুল ফেরদৌসের আলা মকাম নসীব করুন। আমীন

