কোরবানি পশু নিয়ে দুটি ‘ক্যাটাল স্পেশাল’ ট্রেন ঢাকায় আসছে
ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানি পশু নিয়ে ক্যাটাল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করেছে। শনিবার বেলা সাড়ে ৪ টায় ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে ৮০ টি গরু বুক করা হয়েছে।
এর ভাড়া বাবদ ৪৭,৩২০ টাকা আদায় হয়েছে। এছাড়াও রাজশাহী স্টেশন থেকে একটি ওয়াগনে ২০ টি গরু বুক করা হয়েছে। ভাড়া আদায় করা হয়েছে ১১ হাজার ৩৮০ টাকা।
বড়াল ব্রিজ স্টেশনের একটি ওয়াগনে ১০০ টি ছাগল তোলা হয়েছে। এর জন্য নয় হাজার ২৩০ টাকা আদায় হয়েছে। মোট ভাড়া আদায় হয়েছে ৬৮ হাজার ৩৮০ টাকা।
ট্রেনটি রাত সাড়ে তিনটায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ রাজশাহী স্টেশন থেকে ট্রেনটির উদ্বোধন করেন। এই বিশেষ ট্রেন সেবা ১৯ জুলাই পর্যন্ত চলবে।
এদিকে, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার স্টেশন এবং ইসলামপুর স্টেশন থেকে ৭৩৬ টি গরু এবং ২০ টি ছাগল নিয়ে ঢাকায় আসছে ।