চুয়াডাঙ্গায় ইজিবাইক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক দুর্ঘটনায় তুষার নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার নাপিতখালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তুষার নাপিতখালী গ্রামের মহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার দুপুরে তুষার তার বাড়ির সামনের পাকা রাস্তায় খেলছিল। বলটি রাস্তায় চলে গেলে সে সেটি তুলতে যায়। সেই সময় ব্যাটারিচালিত একটি ইজিবাইক তুষারকে ধাক্কা দেয়। তুষার মাথায় আঘাত পান এবং গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রাণঘাতী অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

