জাতীয়

‘এবারের বাজেট অটোমোবাইল শিল্পের জন্য বড় পাওয়া’

এবারের বাজেট গাড়ি নির্মাণ খাতের জন্য বড় পাওয়া বলে মন্তব্য করেছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিল্প উদ্যোক্তা মোহাম্মদ মহসিন বলেন, ‘গতবার ব্যবসাবান্ধব বাজেট প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী। এবার শিল্প খাতে আমাদের যেসব প্রস্তাব ছিল, তার অনেকটা পূরণ হয়েছে। এবারের বাজেটকে তাই শিল্পবান্ধব বলতে চাই। ইস্পাত, অটোমোবাইল, গ্লাস খাতে যেহেতু আমাদের শিল্পকারখানা আছে, সেহেতু এসব খাত নিয়ে আগ্রহ ছিল বেশি।

‘অটোমোবাইল শিল্পের কথাই ধরি। কয়েক বছর ধরে অটোমোবাইল শিল্প নিয়ে নীতি প্রণয়নে সেভাবে মনোযোগ ছিল না সরকারের। এবার ঠিক তার বিপরীতটাই হয়েছে। অটোমোবাইল-থ্রি হুইলার ও ফোর-হুইলার উৎপাদনকারী কোম্পানিকে শর্ত সাপেক্ষে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি এবং আরও কিছু শর্ত সাপেক্ষে আরও ১০ বছর কর অব্যাহতি প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। মোটর গাড়ি উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে এই শিল্পের জন্য এটা বড় পাওয়া।’

মোহাম্মদ মহসিন বলেন, ‘আমরা সব সময় বলে আসছি, অটোমোবাইল মৌলিক শিল্প। যেমন একটি গাড়ি বানাতে অন্তত তিন হাজার উপকরণ দরকার। এখন এই শিল্প যদি গড়ে ওঠে, তাহলে এই তিন হাজার উপকরণ তৈরির কারখানা গড়ে উঠবে। অর্থনীতিতেও বড় অবদান রাখতে পারে এই খাত। কারণ, অটোমোবাইল শিল্প ঘুরে দাঁড়ালে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হবে—কর্মসংস্থান বাড়বে—উদ্যোক্তা তৈরি হবে।’

‘প্রস্তাবিত বাজেটে করোনার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার উৎপাদনমুখী শিল্প খাতের কোম্পানিগুলোর করছাড় দেওয়ার প্রস্তাব ইতিবাচক। কোনো কোনো খাতে আগাম কর কমানো হয়েছে। ভারী শিল্প খাতে করভার নিয়ে করোনার সময় অস্বস্তি ছিল। বাজেটে করভার কিছুটা হলেও কমানোর প্রস্তাব করা হয়েছে, এটা করোনার এই সময়ে স্বস্তি দেবে।’

‘অন্যদিকে প্রস্তাবিত বাজেটে দেশীয় শিল্পের সুরক্ষার জন্য আমদানিতে কর বাড়ানো হয়েছে। এটা খুবই ইতিবাচক দিক। কারণ, দেশীয় উৎপাদকদের অনেক সময় আমদানি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় পড়তে হয়। সে ক্ষেত্রে শুল্ক-কর বাড়িয়ে দেশীয় খাতকে সুরক্ষা দিতে হয়। এবার বাজেটে তারই প্রতিফলন হয়েছে। সব মিলিয়ে এবারের বাজেটকে শিল্পবান্ধব হিসেবে অভিহিত করা যায়।’ যোগ করেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন।

মন্তব্য করুন