আবরার ফাহাদকে কেন দেওয়া হচ্ছে স্বাধীনতা পদক জানালেন সাংস্কৃতিক উপদেষ্টা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত ছাত্র আবরার ফাহাদ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।
আবরারকে কেন মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে তা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকী আজ তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ বিষয়টি তুলে ধরেন। নিম্নে তার স্ট্যাটাস দেওয়া হলঃ
এবারের স্বাধীনতা পদক হবে একুশে পদকের মতোই অনন্য। আবরার ফাহাদের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক সাংবাদিক ভাই-বোন এর সত্যতা জানতে চেয়েছেন। তাদের সবার উত্তর- একটু অপেক্ষা করুন, পুরো তালিকা জানতে পারবেন। আশ্চর্যজনক সব নাম দেখতে পাবেন।
এবার আসা যাক এই পোস্টটি লেখার আসল কারনে। যখন আবরার ফাহাদের নাম আসে, সর্বস্তরের মানুষের উচ্ছ্বসিত প্রশংসার সাথে সাথে, আমি একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের কাছ থেকে একটি অবোধ্য প্রশ্ন দেখতে পাই, ‘আবরার ফাহাদকে কোন বিবেচনায় স্বাধীনতা পদক দেওয়া হবে?’
কোন বিবেচনায় দেওয়া উচিত তা ব্যাখ্যা না করেই বলতে চাই কোন ক্যাটাগরিতে দেওয়া উচিত। তাহলেই কেন দেওয়া হবে তার উত্তর পাওয়া যাবে। আমার ব্যক্তিগত মতামত- আবরার ফাহাদের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত! মুক্তিযুদ্ধের ফসল স্বাধীনতা। স্বাধীনতার প্রধান শর্ত সার্বভৌমত্ব। আর সার্বভৌমত্বের অগ্রগামী হলেন আবরার ফাহাদ।
আবরার ফাহাদ একটি প্রতীক, যদি আপনি তার ক্ষমতা অনুমান করতে না পারেন, তাহলে আমি বলব জুলাইয়ে ফিরে যান। যার নিঃশ্বাসে শুনবেন তার নাম আবরার ফাহাদ।
Do Follow: greenbanglaonline24