শিক্ষকদের ৭-৮ বিলিয়ন টাকার পেনশন লোপাট হয়েছে: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের ৭ থেকে ৮ বিলিয়ন টাকা দুর্নীতির কারণে হারিয়ে গেছে। সোমবার (৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভাকক্ষে এনইসি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এনইসি সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সভায় ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন করা হয়।
বৈঠক শেষে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দুর্নীতির কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের সাত থেকে আট হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এর সমাধানে অর্থ মন্ত্রণালয়কে একটি ডিও লেটার দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনেক প্রকল্পও দুর্নীতির কারণে বন্ধ হয়ে গেছে।
এনইসি সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যয় ৪৯ হাজার কোটি টাকা কমিয়েছে বর্তমান সরকার। ফলে এডিপির চূড়ান্ত আকার দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা। এর আগে এডিপির মূল আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।
২০২৩-২৪ অর্থবছরে ৮৯টি প্রকল্প এক টাকাও খরচ করতে পারেনি। অন্যদিকে ১২১টি প্রকল্পে এক শতাংশও কাজ হয়নি। স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫০ শতাংশ কমছে। বৈদেশিক ঋণের বরাদ্দ কমেছে ৮১ হাজার কোটি টাকা।
Do Follow: greenbanglaonline24