পাঁচলাইশে বিএনপির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১ মার্চ) নগরের শুলকবহর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাঁচলাইশ থানা বিএনপি’র সাবেক সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন। তিনি বলেন, পবিত্র রমজানে তৃণমূল মানুষের পাশে দাঁড়ানোর এই আয়োজন অব্যাহত থাকবে। এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান মামুনুল ইসলাম হুমায়ুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পাঁচলাইশ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন শুলকবহর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান ওসমান চৌধুরী, সাবেক সহসভাপতি এম এ মান্নান, সাবেক শুলকবহর ছাত্রদল নেতা হাবিবুর রহমান, ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি সরোয়ার সুফি, সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম রানা, হাসান উদ্দিন, সাবেক থানা বিএনপির আইন সম্পাদক মাসুদ আহমেদ রানা, সাবেক ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আকবর, মোহাম্মদ ফোরকান, খোরশেদ আলম, থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদওয়ান হোসেন জনি, ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদেক আহমেদ, আমজাদ হোসেন, গিয়াস উদ্দিন, রেজাউল, ইসকান্দার, জিয়াউর রহমান, ফয়সাল, আবু তাহের সায়মন, সজীব প্রমুখ।
এই ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির মাধ্যমে রমজান মাসে এলাকার গরীব ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে পাঁচলাইশ থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।
Do Follow: greenbanglaonline24