ছিনতাইকারী সন্দেহে মারধর করে পুলিশে সোপর্দ, রিভলবার উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে মারধর করে একজনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে একটি রিভালবার ও ম্যাগজিন উদ্ধার করা হয় বলে জানা যায়।
গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ইজিবাইকের গ্যারেজে এ ঘটনা ঘটে।
আটককৃত হলেন জাহিদুল হাসান রেহান (২২)। তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার আনসার আলীর ছেলে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে স্থানীয় জনতা জাহিদুল হাসান রেহান নামে একজনকে আটক করেন। এ সময় তাকে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিলে তিনি আহত হন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রেহানকে উদ্ধার করে। এসময় ওই গ্যারেজ থেকে একটি ৭.৬৫ পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আহত জাহিদুল হাসান রেহান বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, ৫ আগষ্ট পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব অস্বাভাবিক হয়ে পড়েছে। আমাদের এলাকায়ও প্রতিদিন ছিনতাইকারীদের দৌরাত্ম বেড়েই চলেছে। গত কয়েকদিনে আমরা কয়েকজন ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছি। গতরাতেও এমন এক ঘটনায় ছিনতাইকারী রেহানকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেন। পরে পুলিশে খবর দিয়ে তাকে সোপর্দ করা হয়। ওই সময় পুলিশ একটি রিভালভার ও ম্যাগজিন উদ্ধার করে।
Do follow: greenbanglaonline24