• বাংলা
  • English
  • জাতীয়

    ২৫ জেলার সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হচ্ছে

    আইন মন্ত্রণালয় সারাদেশে অন্তত ২৫টি জেলায় ২,৫০০ রাজনৈতিক হয়রানি বা গুমের মামলা শনাক্ত করেছে। এসব মামলায় লাখ লাখ মানুষকে আসামি করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে সব মামলা প্রত্যাহার করা হবে।

    মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান।
    আইন উপদেষ্টা বলেন, ‘দেশের ২৫টি জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানি বা গায়েবি মামলা শনাক্ত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ আসামি। আগামী ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে।

    তিনি আরও বলেন, ‘আমরা গায়েবি মামলাগুলোকে শনাক্ত করতে চারটি ক্যাটাগরিতে ভাগ করেছি। পুলিশ মামলা করেছে কি না তা আমলে নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এসব মামলার বেশিরভাগই বিস্ফোরক আইনে মামলা, অস্ত্র আইনে মামলা এবং পুলিশের ওপর হামলার মামলা। তৃতীয় প্রবণতা হলো, এসব মামলায় অনেক আসামি আছে, অর্থাৎ অজ্ঞাত আসামি রয়েছে। সর্বশেষ যে প্রবণতা বিবেচনায় নেওয়া হয়েছে তা হলো বিরোধী দলগুলোর বড় সমাবেশের আগে ও পরে এবং গত তিনটি ভুয়া নির্বাচনের আগে ও পরে দায়ের করা মামলা। এই প্রবণতাগুলিকে বিবেচনায় নিয়ে, আমরা ২.৫০০ কেস চিহ্নিত করেছি। আমরা আশা করছি ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে।’

    আসিফ নজরুল বলেন, ‘গায়েবি মামলা শনাক্তকরণে কিছু বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে বিস্ফোরক, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইন, পুলিশের কাজে বাধা প্রদান ইত্যাদি মামলা যাতে তৎকালীন বিরোধীদলীয় নেতা-কর্মীদের আসামি করা হয়েছে এবং বিপুলসংখ্যক অজ্ঞাত আসামি করা হয়েছে। ওই মামলাগুলো গায়েবি মামলা হিসেবে চিহ্নিত করার মানদণ্ড বিবেচনা করা হচ্ছে। তবে যেসব বিষয়ে সন্দেহের কারণ আছে সেগুলো আমলে নেওয়া হচ্ছে না।’

    সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়ে আসিফ নজরুল বলেন, ‘আগামী ৭ দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।’

    Do Follow: greenbanglaonline24