• বাংলা
  • English
  • জাতীয়

    ৯০ শতাংশ মানুষ চায় আগে স্থানীয় সরকার নির্বাচন

    দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। বুধবার জাতীয় সংসদ চত্বরে নির্বাচনী সংস্কার কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এ তথ্য জানান।

    তিনি বলেন, ‘সংস্কার কমিশনের ৪৬ হাজার নাগরিকের সমীক্ষায় এই তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কমিশনের পক্ষে জরিপটি পরিচালনা করেছে।’

    বদিউল আলম বলেন, ‘এই মুহূর্তে আমাদের কোনো ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নেই। যার কারণে জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’

    বদিউল আলমের নেতৃত্বাধীন কমিশন স্থানীয় সরকার কমিশন নামে আরেকটি স্থায়ী কমিশন গঠনের সুপারিশ করেছে।

    Do Follow: greenbanglaonline24