লকডাউনের বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন যে, সরকারী সব এজেন্সি এ বিষয়ে একটি চিন্তাশীল সিদ্ধান্ত নেবে।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গ্রাসরুট উইমেন এন্টারপ্রেনারস বাংলাদেশ কর্তৃক আয়োজিত নার্সদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমরা করোনাকে এড়ানোর চিকিৎসার উপায় জানি।” তবে আমরা সবকিছু জেনেও গ্রহণ করি না। করোনার নিয়ন্ত্রণ না থাকলে অর্থনীতি থাকবে না। স্বাস্থ্যবিধি নিয়ম অনুসরণ করা আবশ্যক।
দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদফতর ১২ টি পরামর্শ দিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, আমরা চাই দেশের অর্থনীতি ভালো হোক। আমিও চাই এটি যেন বেড়ে না যায়। এ জন্য প্রত্যেককে স্বাস্থ্যবিধি বিধি মোতাবেক কাজ করতে হবে। আমরা লকডাউন করতে পারব না। সব সরকারি সংস্থা এক্ষেত্রে সম্মিলিত সিদ্ধান্ত নেবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো:আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো: আলী নূর ও গ্রাসরুট উইমেন এন্টারপ্রেনারস বাংলাদেশ (এজিডব্লিউইবি) সমিতির সভাপতি মৌসুমি ইসলাম প্রমুখ।