• বাংলা
  • English
  • জাতীয়

    শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পায়ুপথে বের হলো  তিন হাজার ইয়াবা

    যাত্রী পরিচয়ে পাকস্থলীতেেইয়াবা পাচারের সময় ৩ হাজার ৫৮৮ পিস ইয়াবা সহ মোঃ পলাশ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার এপিবিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এপিবিএন জানায়, ১৬ ডিসেম্বর সন্ধ্যায় একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে মোঃ পলাশকে অভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে পলাশের মলদ্বার দিয়ে ৭৮টি পোটলায় কালো স্কচ টেপে মোড়ানো ৩ হাজার ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এর আগে গত নভেম্বরে একইভাবে মাদক পরিবহনের চেষ্টাকালে জুয়েল মিয়া নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৩ হাজার ৮০ পিস ইয়াবাসহ আটক করে এপিবিএন।

    এপিবিএন কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি সিহাব কায়সার খান বলেন, মাদক ব্যবসায়ীরা বিমানবন্দর ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করছে। এপিবিএন এ বিষয়ে কাজ করছে। গ্রেফতারকৃত পলাশের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    Do Follow: greenbanglaonline24