• বাংলা
  • English
  • জাতীয়

    ঢাকা থেকে অপহৃত দুই বোনকে পটুয়াখালীতে উদ্ধার

    রাজধানীর কদমতলী থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর আদ্রিতা বিনতে মাহফুজ (২০) ও আবজা জাহান (১১) নামে দুই বোনকে উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার রাতে পটুয়াখালীর দশমিনা থেকে তাদের উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়।

    র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, মাহফুজ ও আবজা জাহান গত শনিবার কদমতলী এলাকা থেকে নিখোঁজ হন। ঘটনার দিন তারা নানী ও খালাকে নিতে কদমতলীর জাপানি বাজার এলাকায় গেলে আর বাড়ি ফিরেনি। পটুয়াখালীর দশমিনা এলাকা থেকে র্যাবের একাধিক ব্যাটালিয়ন যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। অপহরণকারীদের শনাক্ত করতে কাজ করছে র্যাব।

    কদমতলী থানা সূত্রে জানা গেছে, কদমতলী থানাধীন জাপানী বাজার এলাকার বাসিন্দা মাহফুজ সিকদারের দুই মেয়ে আদ্রিতা ও আবজা জাহান শনিবার নিখোঁজ হয়। এ ব্যাপারে কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাহফুজ সিকদার। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে র্যাব-৮ ও র্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে দশমিনা উপজেলা সদরের সবুজবাগ এলাকার আবুল কালাম আজাদের বাড়ি থেকে দুই বোনকে উদ্ধার করে। বুধবার তাদের কদমতলী থানার এসআই রুহুল আমিনের কাছে হস্তান্তর করা হয়েছে।

    Do Follow: greenbanglaonline24