• বাংলা
  • English
  • স্বাস্থ্য

    ডেঙ্গুতে এক দিনে ১০ জনের মৃত্যু

    দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন।  

    আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭, ঢাকা বিভাগে ১২১, বরিশালে ১৪৪, চট্টগ্রামে ৬৯, খুলনায় ১০৭, রাজশাহীতে ৪০, ময়মনসিংহে ২৭, রংপুরে ৪ ও সিলেটে ১।

    চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৭১২ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ৪৪৮ জন।

    প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।

    Follow: greenbanglaonline24