• বাংলা
  • English
  • রাজনীতি

    কিশোরগঞ্জে গ্রেফতার আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম (খোকন)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে হোসেনপুর পৌর সদরের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    আটক আব্দুল কাইয়ুম হোসেনপুর উপজেলা সদর আড়াইবাড়িয়া এলাকার মৃত কেরামত আলী বেপারীর ছেলে তিনি দুইবার হোসেনপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। এছাড়াও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ।

    কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সুজন নামে এক আইনজীবী বাদী হয়ে ১৩ অক্টোবর মামলা করেন  ওই মামলায় আবদুল কাইয়ুমকে গ্রেপ্তার দেখানো হয়।

    হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আটকের পর তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

    কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি শ্যামল মিয়া জানান, সুজনের মামলায় সাবেক মেয়র আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করা হয়েছে বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।