• বাংলা
  • English
  • আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে ‘মিল্টন’

    যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মিলটন। ঘূর্ণিঝড়টি দ্রুত বড় হারিকেনে পরিণত হচ্ছে। চলতি সপ্তাহের মাঝামাঝি এই হারিকেনটি ফ্লোরিডার উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ফ্লোরিডার বাসিন্দাদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে এবং নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

    মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার নিয়ে রোববার এক প্রতিবেদনে ভয়েস অব আমেরিকা ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।

    “মিল্টন” রবিবার ভোরে ফ্লোরিডার টাম্পা থেকে প্রায় ১,৩৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ছিল। পরে এটি ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে পূর্ব দিকে অগ্রসর হয়। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৯৫ কিলোমিটার বেগে এগিয়ে চলেছে।

    ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন, হারিকেন মিলটন ঠিক কোথায় আঘাত হানবে তা স্পষ্ট নয়। তবে এটি ফ্লোরিডার উপকূলে ল্যান্ডফল করবে।