• বাংলা
  • English
  • বিবিধরাজনীতি

    মির্জা আব্বাসকে হত্যাচেষ্টার মামলায় মেনন ৩ দিনের রিমান্ডে

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হত্যাচেষ্টার মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    মঙ্গলবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক রিমান্ডের আদেশ দেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মইনুল ইসলাম খান আসামিদের ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।

    মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের বেলা ১১টার দিকে রমনা থানার সেগুনবাগিচা এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণা চলাকালে প্রার্থী মির্জা আব্বাসের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

    এ ঘটনায় গত ৪ আগস্ট শাহবাগ থানায় ইমাম হোসেন ইমন নামে এক ব্যক্তি একটি মামলা করেন।

    এর আগে মেননকে দুই দফায় ১১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত ২২ আগস্ট রাজধানীর গুলশান থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ২৭ আগস্ট রাজধানীর আদাবর থানার পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় মেননের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।