জাতীয়

আজ ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল করবে

ঢাকা থেকে সিলেটগামী ট্রেনটি আজ শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে ঢাকা রেলস্টেশন ছেড়ে যাবে। ঢাকা-সিলেট-ঢাকা রুটে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনের টিকিট ইতিমধ্যেই অনলাইনে পাওয়া যাচ্ছে।

শুক্রবার মধ্যরাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান।

তিনি বলেন, আজ থেকে ঢাকা-সিলেট রুটে আবার ট্রেন চলাচল শুরু হবে।

এর আগে গত বুধবার অতিরিক্ত বৃষ্টিপাত ও খোয়াই নদীর পানির উচ্চতা বৃদ্ধির কারণে এসএসএই (ওয়ে) (শায়েস্তাগঞ্জ) নং ২৬০/৯ থেকে ২৬১/১ নং রেলওয়ে সেতুর গার্ডারের সমান পানি থাকায় ট্রেন চলাচল বন্ধ করে দেয়।

পরে রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে ওই রুটসহ কয়েকটি রুটে ট্রেন চলাচল বাতিল করা হয়। সিলেট রুটে বাতিল হওয়া ট্রেনগুলো হলো- ঢাকা-সিলেট-ঢাকা রুটে জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭/৭১৮), উপবন এক্সপ্রেস (৭৪০/৭৩৯), ঢাকা-সিলেট রুটে কালনী এক্সপ্রেস (৭৭৩) এবং ঢাকা-সিলেট-ঢাকা রুটে সুরমা মেল। রুট (৯/১০)।