জাতীয়

জবিতে লাঠিসোঁটা নিয়ে কোটা আন্দোলনকারীদের অবস্থান

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গেটের সামনে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা স্ট্যাম্প ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়।

এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে হামলা কেন? প্রশাসনের জবাব চাই’, ‘কোটা নো মেধা, মেধা, মেধা’, ‘দালালি নো রাজপথ, রাজপথ, রাজপথ’ নানা স্লোগান দিতে থাকে।

এদিকে বাংলাদেশ ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির উদ্দেশ্যে বাসে করে ক্যাম্পাস ত্যাগ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় পুরান ঢাকার স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্যাম্পাসের সামনে শোডাউন করতে দেখা গেছে।