খেলা

যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ আটে উরুগুয়ে

এবারের কোপা আমেরিকায় দলগুলো সমানে সমান হলেও কোয়ার্টার ফাইনালে সব সময়ই দাপট। সেই পথে পা বাড়াল উরুগুয়ে। অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে টানা তিন ম্যাচ জিতে শেষ আটে টিকিট বুক করেছে মার্সেলো বিয়েলসার দল।

আজ মঙ্গলবার রেগুলেশন ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে তারা। লাতিন দল ম্যাচটি জিতেছে ১-০ ব্যবধানে। জয়সূচক গোলটি করেন ম্যাথিয়াস অলিভেরা। উরুগুয়ের জয়ের দিনেই বিদায়ের ঘণ্টা বাজল।

কানসাস সিটিতে ‘সি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণে আধিপত্য বিস্তার করে উরুগুয়ে। ম্যাচের প্রথমার্ধে কিছু উল্লেখযোগ্য সুযোগ তৈরি করা সত্ত্বেও, ফেদে ভালভার্দে জালের পিছনে খুঁজে পেতে ব্যর্থ হন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে উরুগুয়ের ভাগ্য ঘুরে যায়। ৬৬তম মিনিটে অলিভেরা গোল করে তাদের তিন পয়েন্ট এনে দেন। তবে গোল নিয়ে বিতর্ক রয়েছে। টিভি রিপ্লেতে দেখে মনে হচ্ছিল অলিভেরা অফসাইড পজিশনে ছিলেন। কিন্তু ভিএআর অন্যভাবে ভেবেছিল। ফলে সিদ্ধান্ত গেল উরুগুয়ের পক্ষে।

কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে খেলবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে।