জাতীয়

কলকাতা যাওয়া নিয়ে যা বললেন অনারকন্যা ডরিন

পুলিশ জানিয়েছে, সাংসদ আনোয়ারুল আজিমকে যে ফ্ল্যাটে খুন করা হয়েছিল সেই কলকাতার ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে বেশ কিছু মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে। তবে এগুলো আনোয়ারুল আজিমের দেহের টুকরো টুকরো অংশ কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এখন এসব মাংসের টুকরোগুলোর ডিএনএ পরীক্ষা করা হবে বলে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। তাহলে এ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

এদিকে কলকাতা যেতে ভিসা জটিলতায় আটকে আছেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরীন। বুধবার এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমপি আনারের মেয়ে।

তিনি বলেন, “আমি মিডিয়ায় দেহের অংশ উদ্ধারের খবর দেখেছি। পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে টুকরোটি বাবার। আমার ভারতীয় ভিসা আজ হতে পারে। কলকাতা পুলিশ আমাকে ডাকলে আমি অবশ্যই যাব। ডিএনএ টেস্টের জন্য আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ডরিন আরও বলেন, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। বাবা হত্যার সঙ্গে আর কেউ জড়িত কিনা তাও গভীর তদন্তের দাবি জানান তিনি।

বুধবার সকালে কালীগঞ্জে এমপির বাসার সামনে সংবাদ সম্মেলনে নিহত এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডোরীন এসব কথা বলেন।