• বাংলা
  • English
  • জাতীয়

    নিউইয়র্কে নিজ বাসায় পুলিশের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত

    নিউইয়র্কে পুলিশের গুলিতে উইন রোজারিও নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে নিউইয়র্কের ওজনিয়াক পার্কের ১০১ এভিনিউতে এ ঘটনা ঘটে।

    রোজারিও দুপুর ১:৩০ টার দিকে ৯১১ কল করেছিল বুধবার. খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ জানায়, বাড়িতে পৌঁছে তারা উইন রোজারিওকে এক জোড়া কাঁচি হাতে দেখতে পান তারা। এ সময় তিনি কাঁচি নিয়ে তেরে আসলে পুলিশ গুলি চালায়। রোজারিও পুলিশকে জানিয়েছেন, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। নিজের মৃত্যুর মাধ্যমে মানসিক রোগের অবসান চান তিনি।

    উইন রোজারিওর বাবা ফ্রান্সিস রোজারিও বলেছেন, তাঁর ছেলে, যেমন তিনি নিজেই বলেছেন, মানসিকভাবে অস্থির। তাহলে তাকে গুলি করতে হবে কেন? এ সময় তিনি পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলেন।

    পুলিশ জানায়, উইন রোজারিও একজন মাদকাসক্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

    এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।