• বাংলা
  • English
  • বিবিধ

    বায়েজিদে পিকআপের ধাক্কায় নারীর মৃত্যু: পালিয়েও শেষ রক্ষা হলো না  চালক

    নিহত লাকি বেগম (৬০)। গত ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে সিএনজি অটোরিকশায় করে মেয়ের বাসার উদ্দেশে রওনা হন তিনি।

    উক্ত সিএনজি অটোরিকশাটি বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর লিংক রোডের সজিনুস হাসপাতালের সামনের সড়কে পৌঁছালে একটি অজ্ঞাত নম্বরের একটি মিনি ট্রাক বেপরোয়া গতিতে নিহতকে বহনকারী সিএনজি অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

    অজ্ঞাতপরিচয় একটি মিনি ট্রাকের ধাক্কায় নিহতদের বহনকারী সিএনজি অটোরিকশাটি উল্টে যায়। এতে ভুক্তভোগী লাকী বেগমের ভ্রুর ওপরের ডান চোখ, মুখের দুই পাশে, দুই কান, বাম ও ডান কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

    পরে স্থানীয় লোকজন ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরে ভিকটিমের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

    পরে বাদীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

    মামলার তদন্তকারী অফিসার, এসআই রাজীব পাল, আশেপাশের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করেছেন। সড়ক দুর্ঘটনায় জড়িত সিসিটিভি ফুটেজে দেখা পিকআপ (মিনি ট্রাক)টির নাম ঢাকা মেট্রো-থ-১১-৮৮০৬।

    রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে গাড়ির বর্তমান কাস্টডিয়ান মোঃ সোহাগ ট্রাকটির অবস্থান শনাক্ত করে বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল জংশন এলাকা থেকে জব্দ করেন।

    পরে সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১ মার্চ রাত সাড়ে ১১টার দিকে থানাধীন ছিন্নমুল আবাসিক এলাকা থেকে অভিযুক্ত চালক মোহাম্মদ আল আমিনকে (১৯) গ্রেপ্তার করা হয়।

    মোহাম্মদ আল আমিন ১নং সোসাইটি সীতাকুণ্ড জঙ্গল ছলিমপুরের নুরুনবী শাহ মাজারের পাশে বেলালের ছেলে।

    বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, প্রাথমিকভাবে অভিযুক্ত মোহাম্মদ আল আমিন এই থানার শেরশাহ মোড় মুসা পরিবহনের সোহাগের গ্যারেজের কর্মচারী। ঘটনার তারিখে অভিযুক্ত মোঃ আল আমিন গ্যারেজের আরেক কর্মচারী জাহিদুল ইসলাম সোহেল (১৩)কে নিয়ে সকাল ৭টায় জব্দ করা মিনি ট্রাকটি গ্যারেজ থেকে বের করে দ্রুত ও বেপরোয়া গতিতে চালায়। ঘটনার তারিখ ও সময়ে বিবৃতিতে বর্ণিত সড়ক দুর্ঘটনা ঘটায়।

    অভিযুক্ত আল আমিনের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। তিনি জব্দকৃত পিকআপটি বেপরোয়া ও দ্রুত গতিতে চালালে ঘটনাস্থলেই দুর্ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী লাকী বেগমের মৃত্যু হয়।